30,2022 Saturday at 09:26:27 | Share |
২৩ জুন, ২০২২ : ১৪.৩২ হারে আজ শনাক্ত ১৩১৯

২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ২১৪টি নমুনা। এতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৫ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।
করোনার নতুন ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। অমিক্রনের উপধরনের কারণে বাংলাদেশে প্রতিদিন বাড়ছে করোনা রোগী এবং নমুনা সংগ্রহের বিপরীতে করোনা শনাক্তের হার। সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার এক শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ ছাড়িয়েছে।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ বলেছেন, করোনার চতুর্থ ঢেউয়ে প্রবেশ করেছে বাংলাদেশ। ইতোমধ্যে নতুন সংক্রমণ শুরু হয়েছে। এখন করোনার ধরন শনাক্ত করা উচিত। আর কোন্ ধরনের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন সেটি দেখতে হবে। এটি কতটা ক্ষতি করতে পারে, সেটি দেখতে হবে। এই ধরনের ঝুঁকি কতটা তা জানলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে।
User Comments



- জাতীয়