23,2016 Saturday at 15:38:56 | Share |
সন্দ্বীপে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের আদম খাঁ' বাড়ীর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কে(৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার, ২৩ জুলাই সকাল ১১টার দিকে মরহুমের পারিবারিক কবরস্থানে ওনাকে সমাহিত করা হয়।
গ্রামের জামে মসজিদ মাঠে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি'র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এর আগে শুক্রবার, ২২ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজেউন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ ছেলে , ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন।
সন্দ্বীপ পৌরসভার মেয়র জ্বনাব জাফর উল্যা টিটু , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জ্বনাব এবিএম ছিদ্দিকুর রহমান, পৌর কমিশনার জ্বনাব মোবারক মাহমুদসহ বিভিন্ন স্তরের অসংখ্য মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
User Comments



- সন্দ্বীপ প্রতিদিন