21,2021 Thursday at 14:43:29 | Share |
শীঘ্রই শুরু হচ্ছে জাতীয় গ্রীডের সাথে সন্দ্বীপকে সংযুক্ত করার কাজ

জাতীয় গ্রীডে সংযুক্ত করে সন্দ্বীপে বিদ্যুতায়নের জন্য সাবমেরিন কেবল ও সাব স্টেশন নির্মান প্রকল্পের ক্রয় প্রস্তাব সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। সর্ব নিম্ন দরদাতা হিসাবে চায়না কোম্পানী m/s ztt-sbss-ccce consortium , chaina -এর অনুকূলে ১৪৪ কোটি ৫০ লাখ টাকার এ বরাদ্দ অনুমোদন দেয়া হয়। বহুল প্রত্যশিত এ প্রকল্পের কাজ শেষে সন্দ্বীপবাসী প্রথমবারের মতো জাতীয় গ্রীডের আওতায় বিদ্যুত সুবিধা পাবেন।
ক্রয় প্রস্তাবটি গত ৩ আগস্ট অনুমোদন পাওয়ার পর গতকাল ২২ আগস্ট বিদ্যুত জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় পিডিবি’কে দাপ্তরিকভাবে এক চিঠির মাধ্যমে তা জানিয়েছে। প্রকল্পটি বাস্তবায়য়ন না হওয়া পর্যন্ত প্রতিমাসে্র শেষ কার্যদিবসে বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন মন্ত্রনালয় বরাবরে জানানোর জন্য নির্দেশনা দিয়েছে।
এ প্রকল্পে চট্টগ্রামের বারবকুন্ড হতে সন্দ্বীপ সাবস্টেশন পর্যন্ত ১৬কিমি ডাবল লাইন সাবমেরিন কেবলের মাধ্যমে সন্দ্বীপকে জাতীয় বিদ্যুত গ্রীডের সাথে সংযুক্ত করা হচ্ছে।
আসছে শুকনো মৌসুমে কাজ শুরু হয়ে জুন ২০১৮ এর মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে নির্ভরযোগ্য সুত্রমতে জানা গেছে।
User Comments



- আরো