21,2021 Thursday at 14:43:29 | Share |
জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পরিপত্র প্রকাশ

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আয়কর সংক্রান্ত যেসব নতুন বিধি-বিধান প্রণয়ন ও বহাল কর আইনে আনা পরিবর্তন করদাতাদের কাছে সহজভাবে তুলে ধরতে ‘আয়কর পরিপত্র ২০১৬-১৭’ প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, আয়কর পরিপত্র জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (http://www.nbr.gov.bd) পাওয়া যাবে।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, গত অর্থবছর রাজস্ব আদায়ের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এ গৌরবোজ্জ্বল অর্জনের কৃতিত্ব করদাতা এবং সব কর্মকর্তা-কর্মচারীদের। করাদাতাদের সুবিধার্থে আয়কর পরিপত্র প্রকাশ করা হয়েছে।
User Comments



- আরো