22,2021 Friday at 15:53:25 | Share |
সন্দ্বীপে ভাগ্নের ছুরিকাঘাতে গুরতর আহত সেই মামার মৃত্যু

তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সন্দ্বীপ পৌর আওয়ামীলীগ নেতা জাকের হোসেন ভূট্টো।
গত ১০ ফেব্র“য়ারী আপন ভাগ্নে এমদাদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছিলেন ভূট্টো ও তার ছেলে হাসান। ১৩ ফেব্র“য়ারী সোমবার রাত ১০টায় ভূট্টো চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে মৃত্যুবরণ করেন। লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার বাগের হাট সংলগ্ন স্কুল মাঠে জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ভূট্টো পৌরসভার বাগের হাট এলাকায় একটি স’মিলের মালিক ছিলেন। তিনি পৌর ৬ নং ওয়ার্ড আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকও ছিলেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সন্দ্বীপ থানায় দায়ের হওয়া হত্যা চেস্টা মামলাকে ধারা সংযুক্ত করে হত্যা মামলা হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সাত জনকে আসামী করে এ মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৪। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সামছুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামী নিহতের ভাগ্নে এমদাদ (১৯) সহ আরো ২ জনকে গ্রেপ্তার করেছে। ধৃত এমদাদ মঙ্গলবার সন্দ্বীপ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যার ঘটনায় জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
User Comments



- সন্দ্বীপের সুখ দুঃখ