২১ সেপ্টেম্বর ২০১৭ ২১:৫৩:২৩
logo
logo banner
HeadLine
রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ * রোহিঙ্গা শরণার্থীদের তথ্য সরবরাহে মিডিয়া সেল গঠন * রোহিঙ্গাদের জন্য পৌনে ৩ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র, সৌদি দেবে দেড় কোটি * আশ্রয়কেন্দ্র থেকে পালানোর সময় কয়েক ঘণ্টায় আটক ২১০ * রোহিঙ্গা সঙ্কট নিরসনে মুসলিম দেশগুলোর নেতাদের উদ্দ্যেশ্যে শেখ হাসিনার ৬ প্রস্তাব * মেক্সিকোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৮ * সামরিক অভিযান বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের * রোহিঙ্গা সংকট নিয়ে সু চিকে আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের * চাল ব্যবসায়ীদের আশ্বাস, কেজি প্রতি দাম কমবে ২-৩ টাকা * সাগরে লঘুচাপ , বন্দরে ৩ নং সতর্ক সংকেত * জেলা প্রশাসনকে অবহিত না করে রোহিঙ্গা শিবিরে কোন ত্রান নয় * মানবতার শীর্ষমুখ শেখ হাসিনা * রোহিঙ্গাদের ২১৪টি গ্রাম ধ্বংস: হিউম্যান রাইটস ওয়াচ * ষড়যন্ত্রের 'ক' পরিকল্পনা ব্যর্থ 'খ' পরিকল্পনাটি কী হবে? * এখনও বালুতে মাথা গুঁজে রেখেছেন সু চি: অ্যামনেস্টি * আন্তরজাতিক চাপে ভীত নন, রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ সুচির * সামরিক নয়, কূটনৈতিক পথেই রোহিঙ্গা সমস্যা সমাধান * কমে এসেছে রোহিঙ্গা স্রোত, তৈরী হচ্ছে ১৪ হাজার তাঁবু, * দক্ষিণ আফ্রিকা পৌঁছাল টাইগাররা * আরও ১২ স্কুল ও কলেজ সরকারি হলো * রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২ * শরণার্থী আশ্রয় নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট * ৩০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি শুরু * অবৈধ চাল মজুদকারীকে গ্রেফতারের নির্দেশ * সংকট নিরসনে সু চির সামনে 'শেষ সুযোগ': জাতিসংঘ * ভারী বৃষ্টি হতে পারে, বন্দরে ৩ নম্বর সতর্কতা * বেড়েই চলেছে চালের বাজার * ১০ জিবি র্যাাম, ২৫৬ জিবি রম, ৩২ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে নকিয়া * রোহিঙ্গা সংকট থেকে দৃষ্টি সরাতেই আকাশসীমা লঙ্ঘনের সামরিক উসকানি * রোহিঙ্গা বিপর্যয় 'দ্রুততম সময়ে সৃষ্ট শরণার্থী সঙ্কট' - জাতিসংঘ *
     12,2017 Tuesday at 21:21:13 Share

গেল ২৪ ঘণ্টায় রোহিঙ্গা ঢুকেছে আরও ৫৭ হাজার

গেল ২৪ ঘণ্টায় রোহিঙ্গা ঢুকেছে আরও ৫৭ হাজার

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী গতকাল সোমবার থেকে আজ  মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে


সংস্থাটির হিসাব মতে, ২৫ আগস্ট থেকে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বার্তা সংস্থা  রয়টার্স ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের বরাত দিয়ে জানায়, সোমবার পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ছিল তিন লাখ ১৩ হাজার। এই হিসাবে দেখা যাচ্ছে, মিয়ানমারে সেনাদের নির্যাতনের শিকার হয়ে একদিনেই ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র লিওনার্ড ডোয়লে মঙ্গলবার বলেন, ‘আমাদের যতটুকু সাধ্য আছে, ততটুকু করছি এবং আমাদের আরও সহায়তা দরকার।


আর কতজন রোহিঙ্গা আসতে পারে জানতে চাইলে তিনি সঠিক কিছু জানাতে পারেন নি


রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নির্যাতন শুরুর পর মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জায়েদ রাদ আল হোসেন বলেছেন, ‘এটি পাঠ্যপুস্তকে পড়ানোর মতো জাতিগত নিধন চলছে।

User Comments

  • জাতীয়