09,2018 Saturday at 19:49:13 | Share |
খালেদাকে দ্রুত হাসপাতালে নিতে বললেন তার ব্যক্তিগত চিকিৎসকরা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেছেন তার ব্যক্তিগত চার চিকিৎসক।
শনিবার (৯ জুন) বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়াকে দেখে বের হয়ে তারা এ সুপারিশ করেন। এ চার চিকিৎসক হলেন- প্রফেসর এফএম সিদ্দিকী, প্রফেসর সৈয়দ ওয়াহিদুর রহমান, প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস ও ডা. মো. আল মামুন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, গত ৫ জুন দাঁড়ানো অবস্থা থেকে পড়ে গেলে সম্ভবত ট্রানসিয়েন্ট ইসকেমিক অ্যাটাক (টিআইএ) বা সাময়িক ব্রেন স্ট্রোক হয় খালেদা জিয়ার। চিকিৎসকেরা বলেছেন- খালেদা জিয়াকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিতে হবে। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুবিধা রয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন বিএনপি প্রধান।
User Comments



- আইন ও আদালত