13,2021 Wednesday at 10:56:59 | Share |
১৯ নভেম্বার : চট্টগ্রামে শনাক্ত আরও ১৬১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০১ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৯ জন নগরের ও ২২ জন উপজেলার। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৩ হাজার ২২২ জন। মৃত ৩১১ জন।
আজ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের , চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের ও সিভাসুতে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২২০ জনের নমুনা পরীক্ষা ১ জনের, ইমপেরিয়াল হাসপাতালে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের, শেভরণে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮ জনের নমুনার মধ্যে ৫ জনের এবং জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা ধরা পড়েছে।
User Comments



- চট্টগ্রাম