মহানবী (সঃ)' কে নিয়ে কটূক্তিতে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা
অবশেষে মাহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে ভারতের নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে বরখাস্ত হন বিজেপির এই সাবেক মুখপাত্র। অবমাননাকর ওই মন্তব্য করার প্রায় দুই সপ্তাহ পর তার বিরুদ্ধে মামলা করা হলো। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজার পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি ছাড়াও বিজেপির দিল্লী শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দল, সাংবাদিক শাবা নকভি, সংখ্যালঘু নেতা শাদাব চৌহানের, ধর্মীয় নেতা মৌলানা মুফতি নাদিমের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। বিজেপির ওই দুই নেতার মধ্যে একজন জাতীয় টেলিভিশনে এবং অন্যজন ট



- আন্তর্জাতিক
আন্তর্জাতিক বিভাগের সর্বোচ্চ পঠিত ৩০