অবহেলিত সন্দ্বীপের মানুষের হালহকিকত
মুহাম্মদ ফাওজুল কবির খান :: নভেল করোনাভাইরাস শুরুর পর থেকে ঘরের বাহিরই হইনি। গ্রামে যাওয়া তো দূরের কথা। সর্বশেষ গিয়েছিলাম গেল বছর অক্টোবরে। তবে সেখানে অবস্থানরত আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে হালনাগাদ থাকতে চেষ্টা করি সবসময়ই। করোনা ছাড়াও আমার গ্রামের বাড়ি দুর্গম এলাকায়। বিমান বা গাড়িতে চট্টগ্রাম, সেখান থেকে গাড়িতে কুমিরা, সেখান থেকে যাত্রীবাহী স্পিড বা সাধারণ বোটে সন্দ্বীপ ঘাট। সেখান থেকে বেবিট্যাক্সিতে বা রিকশায় বাড়ি। দ্রুততম পরিবহন নিলেও ঢাকা থেকে সকালে রওনা দিলে বাড়ি পৌঁছতে সন্ধ্যা না



- কলাম
কলাম বিভাগের সর্বোচ্চ পঠিত ৩০