20,2022 Friday at 10:24:10 | Share |
১৯ জানুয়ারি ২০২২ : ৩০.৯৮ শতাংশ হারে চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৮৯ জন, মৃত ১

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। এদিন করোনায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮২৯ জন মহানগর এলাকার ও ১৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৮ হাজার ২৬৭ জন এবং উপজেলায় ২৯ হাজার ১৭৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৪১ জনের মধ্যে ৭২৭ জন মহানগর এবং ৬১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
User Comments



- চট্টগ্রাম