17,2022 Tuesday at 11:43:32 | Share |
প্রধানমন্ত্রী বরাবরে 'সীমানা রক্ষা আন্দোলন কমিটি, যুক্তরাষ্ট্র'-এর স্মারকলিপি প্রদান

মোহাম্মদ হামিদঃ
সন্দ্বীপের সীমানা নির্ধারণ ও আশে পাশে জেগে উঠা চরসমুহে সন্দ্বীপের উদ্বাস্তুপুনর্বাসন এর দাবিতে দেশে এবং প্রবাসে আন্দোলন চলমান। তারই ধারাবাহিকতায় আজ ৩০ মার্চ নিউ ইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল শামিম আহসান এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদান করে " সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি, যুক্তরাষ্ট্র "।
স্মারকলিপি প্রদানের আগে সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটির নেতাদের সাথে আন্দোলনের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম সেন্টার এর সভাপতি হাজী আবুল হাশেম, সন্দ্বীপ এসোসিয়েশন ইউ এস এ এর সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা ও সাধারন সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি এবং সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটিরর সভাপতি সামছুদ্দিন আজাদ, সন্দ্বীপ এডুকেশনাল এন্ড কালচারাল সোসাইটিরর সভাপতি এস,এম, ফেরদৌস ও সাধারণ সম্পাদক ইকবাল হায়দার , বাউরিয়া জনকল্যাণ সমিতির সভাপতি আবুল কাশেম ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদ, মাইটভাংগা সমিতি ইউ এস এ ইনক এর সভাপতি হাজী গোলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এমলাক হোসেন ফয়সাল প্রমুখ। নিউ ইয়র্ক এর সন্দ্বীপের ১৩ টি সামাজিক সংগঠন আন্দোলনের দাবির প্রতি একাত্মতা জানিয়ে স্মারকলিপির সাথে তাদের একাত্মতা প্রকাশ করেছেন।
User Comments



- আরো